মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

খুলনা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আশরাফুল, মামুন ও রাব্বি। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবনটির ছাদে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় অসাবধানতাবসত আশরাফুল, মামুন ও রাব্বি ছাদ থেকে পড়ে যান। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে কর ভবনে শ্রমিকরা নির্মাণ কাজ করছিল বলে শুনেছি।

সেখানে অসাবধানতাবশত পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাটি সোনাডাঙ্গা মডেল থানা এলাকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877