বুধবার, ০১ মে ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

বাসায় হামলার ঘটনায় মতিঝিল থানায় ইশরাকের জিডি

বাসায় হামলার ঘটনায় মতিঝিল থানায় ইশরাকের জিডি

স্বদেশ ডেস্ক:

রাজধানীর গোপীবাগের নিজ বাসায় আজ বুধবার ভোররাতে দুর্বৃত্তদের অতর্কিত হামলার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এদিন দুপুরে মতিঝিল থানায় তিনি এ জিডি করেন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, ‘২০-২৫ জন যুবক ভোররাতে আমাদের বাসার গলিতে ঢুকে হেলমেট পড়ে অতর্কিত হামলা চালায়। এ বিষয়ে আমি সাধারণ ডায়েরি করার জন্য থানায় এসেছি। বিষয়টি আমি, আমাদের দল এবং দলের হাইকমান্ডকে জানিয়েছি। এই নিয়ে আমরা আগামীকাল দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করব।’

এ বিষয়ে পুলিশ কী বলেছে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আমাদের অভিযোগ জানিয়েছি। পুলিশ সাধারণ ডায়েরিভুক্ত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করেছেন।’

বিজয় দিবসের এই দিনে সাবেক এক মুক্তিযোদ্ধার বাসায় হামলার বিষয়টি আপনি কীভাবে দেখেন- এমন প্রশ্নে ইশরাক হোসেন বলেন, ‘এটা যে বা যারাই করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল। আমরা এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপে কখনো পা দেবো না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আশা করি, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এমন হামলা সত্যি ন্যাক্কারজনক। এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে বলে আপনারা সন্দেহ করছেন কিনা- এমন প্রশ্নে ইশরাক হোসেন বলেন, ‘আমি কাউকে কোন সন্দেহ করছি না।’

উল্লেখ্য, বুধবার ভোররাতে রাজধানীর গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালায় বলে জানিয়েছেন ইশরাকের ব্যক্তিগত সহকারী সুজন মাহমুদ। তিনি বলেন, ভোররাত ৩টার দিকে গোপীবাগের দ্বিতীয় লেনের বাসভবনে হামলা করা হয়েছে। হামলাকারীরা বাসভবনের গ্লাস ভাঙচুর ও বাসভনের সামনের পোস্টার ফেস্টুন ছিড়ে ফেলেন। তারা বাসভবন লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে।

তবে হামলার সময় বাসায় তেমন কোন লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877