স্বদেশ ডেস্ক;
রুয়েল মিয়ার বল উড়িয়ে মেরেছিলেন আবু হায়দার রনি। তবে একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা তানজিম হাসান সাকিব সহজেই ক্যাচটি লুফে নেন। রুয়েল মিয়ার উল্লাস ছিল দেখার মতো। কেননা আগের দুই বলে চার মেরে আবু হায়দার খুলনা টাইগার্সকে স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে তিনি আউট হতেই সব শেষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ রানে রোমাঞ্চকর জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার।
আজ রবিবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে জাকির হাসান ও রনি তালুকদারের হাফসেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করা সিলেট ৫ উইকেট৬ হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে খুলনা।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার উইলিয়াম বোসিস্টো ছাড়া টপঅর্ডারের আর কেউই ভালো করতে পারেননি। এই অস্ট্রেলিয়ান ৪০ বলে ৫টি চারে ৪৩ রান করে রিসে টপলির শিকার হন। মাঝে মোহাম্মদ নওয়াজ ১৮ বলে ৩৩ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৬ বলে ২৮ করে দলকে সাহায্য করেন। তবে রনির ৬ বলে ১৪ রান ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় হার মানতে হয় খুলনাকে।
সিলেট বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, টপলি ও রুয়েল।
টস জিতে এর আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি সিলেট। দলীয় ১৫ রানে রাহকিম কর্নওয়াল ও জর্জ মুন্সে ফিরে যান। তবে এরপর জুটি গড়া রনি তালুকদার ও জাকির হাসান ফিফটি তুলে নেন। আবু হায়দার রনির বলে আউট হওয়া রনি ৪৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করেন। তবে জাকির শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে ৭৫ রান করেন। তিনি ৩টি চার ও ৬টি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক আরিফুল হক শেষ দিকে ১৩ বলে ২১ রান করেন।
খুলনা বোলারদের মধ্যে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান ২টি করে উইকেট পান।
রুয়েল মিয়ার বল উড়িয়ে মেরেছিলেন আবু হায়দার রনি। তবে একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা তানজিম হাসান সাকিব সহজেই ক্যাচটি লুফে নেন। রুয়েল মিয়ার উল্লাস ছিল দেখার মতো। কেননা আগের দুই বলে চার মেরে আবু হায়দার খুলনা টাইগার্সকে স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে তিনি আউট হতেই সব শেষ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৭তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৮ রানে রোমাঞ্চকর জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার।
আজ রবিবার সিলেট আন্তর্জাতি ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে জাকির হাসান ও রনি তালুকদারের হাফসেঞ্চুরিতে ভর করে প্রথমে ব্যাট করা সিলেট ৫ উইকেট৬ হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান করে খুলনা।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার উইলিয়াম বোসিস্টো ছাড়া টপঅর্ডারের আর কেউই ভালো করতে পারেননি। এই অস্ট্রেলিয়ান ৪০ বলে ৫টি চারে ৪৩ রান করে রিসে টপলির শিকার হন। মাঝে মোহাম্মদ নওয়াজ ১৮ বলে ৩৩ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৬ বলে ২৮ করে দলকে সাহায্য করেন। তবে রনির ৬ বলে ১৪ রান ছাড়া আর কেউ দাঁড়াতে না পারায় হার মানতে হয় খুলনাকে।
সিলেট বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, টপলি ও রুয়েল।
টস জিতে এর আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি সিলেট। দলীয় ১৫ রানে রাহকিম কর্নওয়াল ও জর্জ মুন্সে ফিরে যান। তবে এরপর জুটি গড়া রনি তালুকদার ও জাকির হাসান ফিফটি তুলে নেন। আবু হায়দার রনির বলে আউট হওয়া রনি ৪৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৬ রান করেন। তবে জাকির শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৬ বলে ৭৫ রান করেন। তিনি ৩টি চার ও ৬টি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক আরিফুল হক শেষ দিকে ১৩ বলে ২১ রান করেন।
খুলনা বোলারদের মধ্যে আবু হায়দার রনি ও জিয়াউর রহমান ২টি করে উইকেট পান।