মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

‘গোল্ডেন মনিরের’ বাসায় মিলল ৬০০ ভরি স্বর্ণ, কোটি টাকা!

‘গোল্ডেন মনিরের’ বাসায় মিলল ৬০০ ভরি স্বর্ণ, কোটি টাকা!

স্বদেশ ডেস্ক:

রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হওয়া স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ৬০০ ভরি স্বর্ণ (আট কেজি), ১০টি দেশের মুদ্রা ও এক কোটি ৯ লাখ নগদ টাকা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব সোনার গহনা, অস্ত্র ও টাকাসহ চিহ্নিত স্বর্ণ চোরা কারবারি মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা থেকে দুটি বিলাশবহুল গাড়িও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির স্বীকার করেছেন যে ৩০টিরও বেশি স্থানে তার বাড়ি ও প্লট রয়েছে।

গোল্ডেন মনির ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ুমের অন্যতম সহযোগী ছিলেন। এ ছাড়াও তিনি স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম সদস্য বলেও অভিযোগ রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877