রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন

সাভারের বিলে নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

সাভারের বিলে নিখোঁজ ২ যুবকের লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক:

নিখোঁজের ১৬ ঘণ্টা পর সাভারে বিলের পানি থেকে মঙ্গলবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সকাল ৯টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দুই যুবকের নামই সুমন। তাদের একজনের বয়স ১৯ ও অপরজনের ২০। নিহতদের মধ্যে একজন পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি আর একজন ট্রাকচালক ছিলেন। তারা বেড়াইদ এলাকার উত্তর ও দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, সোমবার ট্রলারে বনভোজনের জন্য গিয়েছিলেন বনগাও ইউনিয়নের স্থানীয় ছয় যুবক। সন্ধ্যায় তাদের ট্রলারটি দাসপাড়া এলাকায় বিলের পানিতে পৌঁছলে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এসময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে জুয়েল নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পাঁচ যুবক ভয়ে ভীত হয়ে লাফিয়ে বিলের পানিতে পড়ে যায়। এসময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও সুমন নামের দুই যুবক নিখোঁজ হন।

মঙ্গলবার সকালে ১৬ ঘণ্টা পরে বিলের পানি থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এছাড়া আহত জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877