শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

গাজীপুর ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্বদেশ ডেস্ক:

গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো: মামুন (২৩) ও মো: দুলাল (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১১টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক ভোগড়া বাইপাস এলাকা থেকে চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ওই অটোরিকশার ধাক্কা লাগে। একপর্যায়ে অটোরিকশাটি ট্রাক ও কভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

আরো জানা গেছে, অটোরিকশার তিন যাত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র জানান, নিহত চারজনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877