রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন

এশিয়া কাপের ফাইনালে ভারতকে অল্পতেই আটকে দিলো বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে ভারতকে অল্পতেই আটকে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

আরো একবার এশিয়া কাপ জয়ের পথে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আরো একবার শিরোপা উল্লাসে মেতে উঠবে লাল-সবুজরা। এখন পর্যন্ত আছে সেই পথেই, ফাইনালে ভারতকে জুনিয়র টাইগ্রেসরা আটকে দিয়েছে অল্পতেই।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে আজ রোববার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত দল। মালেশিয়ার কুয়ালালামপুরে সকাল সাড়ে ৭টায় শুরু হয় ম্যাচ।

যেখানে টসে জিতে ভারতকে আগে ব্যাট করতে পাঠায় টাইগ্রেস অধিনায়ক। এরপর নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে আটকে দেয় রান হাতের মুঠোয় রেখে, মাত্র ১১৭ রানে। চ্যাম্পিয়ন হতে ১১৮ রান দরকার বাংলাদেশের মেয়েদের।

বাংলাদেশ-ভারত ফাইনাল, এশিয়ার ক্রীড়াঙ্গনে যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন আগেই ভারতীয় যুবাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপেও তার ব্যতিক্রম ঘটেনি।

ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে চেপে ধরে বাংলাদেশ। পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।

তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখলেও সুবিধা করতে পারেননি। ১২তম ওভারে এসে নিকিকে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। আর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। তবে এরপরই তাকে ফেরান ফারজানা। ৪৭ বলে ৫২ রান আসে তার ব্যাটে। ৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত।

সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে তিন অংকে নিয়ে যান। শুক্লা ১০ ও বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত। বল হাতে ৪ উইকেট নেন ফারজানা। ২ উইকেট যায় নিশির ঝুলিতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877