স্বদেশ ডেস্ক:
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে আব্দুস সামাদ (৭৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।
হাসপাতালটির ইনচার্জ ডাক্তার এস এম নূর-উন-নবী জানান, মৃত আব্দুস সামাদের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। ২৮ জুন তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। আজ সকালে তিনি মারা যান। এই হাসপাতালে এ পর্যন্ত ১০ জন রোগী মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়েছেন ১৬৬ জন। ভর্তি হয়েছিলেন ২১৩ জন।