স্পোর্টস ডেস্ক:
সিডনিতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ১২ দশমিক ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে। এরপর বৃষ্টি এলে খেলা বন্ধ হয়ে যায়।
আবহাওয়া বার্তায় আগে বলা হয়েছিল বৃষ্টি হতে পারে। এই আশঙ্কা মাথায় নিয়েই মাঠে নেমেছিল দুই দল। প্রথম ওভারেই পাকিস্তানকে সাফল্য এনে দেন বামহাতি পেসার মিচেল স্টার্ক। ফখর জামানকে শূন্য রানে বোল্ড করেন সাজঘরে ফেরান। পরের ওভারে হারিস সোহেলকে ফেরার কেন রিচার্ডসন। তবে আরেক প্রান্ত অধিনায়ক বাবর আজম দারুণ খেলছিলেন। তার ব্যাটেই লড়াইয়ে ফিরেছে পাকিস্তান।
বাবর অপরাজিত আছেন ২৯ বলে ৪৩ রান করে।
তৃতীয় উইকেটে তাকে ভালো সঙ্গ দিয়েছেন সরফরাজ আহমেদের জায়গায় সুযোগ পাওয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান। ৩৩ বলে ৩১ রান করে অ্যাস্টন আগরের বলে ফিরেছেন তিনি।