সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

খুলে দেয়া হয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবন

খুলে দেয়া হয়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবন

স্বদেশ ডেস্ক:

সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত সাত নম্বর ভবন ১১ দিন পর খুলে দেয়া হয়েছে। নয়তলা ভবনের পাঁচতলা পর্যন্ত অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয় প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। রোববার থেকে অন্য কর্মকর্তা-কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেয়া হচ্ছে।

আগুন লাগার পর থেকে সাত নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন। তবে পাঁচতলার পর (উপরের ফ্লোরগুলোতে) গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

পাঁচতলায় পূর্ব পাশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পশ্চিম পাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ভবনের চারতলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, তিনতলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, দুইতলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।

এদিন দুপুরে ৭ নম্বর ভবন পরিদর্শনে আসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: হামিদুর রহমান খান।

তিনি সাংবাদিকদের বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ফ্লোরের সংস্কার কাজ শেষ করতে ১০ থেকে ১২ দিন লাগবে। এ সময়ের মধ্যে আমরা করে দিতে পারব, ইনশা আল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলেছেন, তারা ১০-১২ দিনের মধ্যে করে দিতে পারবেন। আমরা চেষ্টা করব, যত তাড়াতাড়ি সংস্কার কাজ শেষ করা যায়।

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে আগুন লেগে পুড়েছে সচিবালয়ের সাত নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিস ছিল। রাত ২টায় লাগা আগুন ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নিভতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877