স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্র রাশিয়ার সামনে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার রাতে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের চারদিকে বিশৃঙ্খলার বীজ বপন করছেন বলেও অভিযোগ করেন বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখানে থাকা কেউ যদি মনে করে থাকেন যে পুতিন ইউক্রেনে যুদ্ধ থামিয়ে দেবেন, আমি তাকে নিশ্চিত করে বলতে চাই যে-পুতিন যুদ্ধ থামাবেন না। এরপর তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বিল আটকে না দেয়ার জন্য রিপাবলিকানদের প্রতি আহ্বান জানান। বাইডেন বলেন, ইউক্রেন পুতিনকে থামাতে পারবে যদি আমরা তাদের সাথে থাকি। যদি তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে পারি।
এরপরই রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে বাইডেন বলেন, প্রেসিডেন্ট পুতিনের প্রতি আমার স্পষ্ট বার্তা হচ্ছে- আমরা ইউক্রেন ছেড়ে চলে যাব না। আমরা মাথা নত করবো না, আমি মাথা নত করবো না। মার্কিন ক্যাপিটলে আইনপ্রণেতা ও বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সম্বোধন করে বাইডেন পুনর্ব্যক্ত করেছেন যে, রাশিয়ার সাথে সরাসরি লড়াই করার জন্য মার্কিন সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই তার প্রশাসনের। তিনি বলেন, ইউক্রেনীয়রা মার্কিন সেনা চাচ্ছে না। সত্যি বলতে ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সেনা নেই।