স্বদেশ ডেস্ক:
রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব সদস্যরা। র্যাব-১ এর পুলিশ সুপার জাহিদুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক নয়জন বিমানবন্দর রেলস্টেশন সংলগ্ন এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের তারা চেনেন কি না, জিজ্ঞাসা করা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
আটককৃতরা হলেন- আল আমিন (৩৮), হৃদয় মিয়া (২৮), হানিফ হোসেন (৪০), মো. ইয়াসিন (২০), মনিরুজ্জামান ওরফে সুমন সরদার (২২), মো. রুমান (২০), মো. সজীব (১৮), মো. নিরব (১৮) ও মো. হৃদয় ১৮ (১৮)। .
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা বেশ কিছু ক্লু ও নাম পেয়েছি। এদের মধ্যে দুজন বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত, দুজন ভাসমান মানুষ। আমরা তদন্ত করছি।
দেশে রেল যোগাযোগের নিরাপত্তা জোরদারের বিষয়টি নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।