স্বদেশ ডেস্ক:
ইউরোপে ২০২১ সালে বায়ুদূষণে ৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শকৃত মাত্রায় দূষণ নামিয়ে আনতে পারলে এই মৃত্যু এড়ানো যেত।
ইউরোপীয় এনভায়রেনমেন্ট এজেন্সি জানিয়েছেন, বাতাসে পিএম২.৫ এর মাত্রা বেশি থাকার কারণে ২০২১ সালে ২ লাখ ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের সবাই হার্টের অসুখে ভুগেছেন। ৫২ হাজার মানুষ মারা গেছে অতিরিক্ত মাত্রায় থাকা নাইট্রোজেন ডাইঅক্সাইডের কারণে। তাদের মৃত্যুর মূল কারণ ছিল ডায়বেটিস। আর ওজন গ্যাসের কারণে মৃত্যু হয়েছে ২২ হাজার মানুষের।
ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে বায়ুদূষণজনিত কারণে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৯ হাজার মানুষের।
ইইএ’র প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মানা হতো তবে এই বিশাল সংখ্যক মৃত্যু এড়ানো যেত।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পোল্যান্ড , জার্মানি ও ইতালিতে। সবচেয়ে কম ছিল আইসল্যান্ড, স্ক্যানডিনেভিয়া ও এস্তোনিয়াতে।
নাইট্রোজেন অক্সাইড ও ওজন গ্যাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তুরস্ক, ইতালি ও জার্মানিতে।