স্বদেশ ডেস্ক:
ফ্রান্সে মুক্তি পেল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশি এন্টারটেইনমেন্ট প্যারিসের উদ্যোগে আজ বুধবার থেকে সিনেমাটি প্রদর্শন শুরু করা হয়েছে।
রাজধানীর প্যারিসসহ আরও দুই শহর অ্যামিন ও টুলুজে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে বাংলাদেশের বাহিরে যুক্তরাষ্ট্র ও কানাডায় এই সিনেমাটি মুক্তি পেয়েছিল।
প্যারিসে চলচ্চিত্রটি পরিবেশন করছে দেশি এন্টারটেইনমেন্ট প্যারিস। প্রতিষ্ঠানটির মুখপাত্র রাব্বানী খান বলেন, ‘আমরা সিনেমার বাণিজ্যিক স্বার্থের চেয়ে শৈল্পিক মানের বিচারে সিনেমা পরিবেশন করে থাকি। বিশ্ব সিনেমার বাজারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সামর্থ্য রাখে আজকের প্রিয়তমা।’