বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন

টুইটার দিচ্ছে নতুন আয়ের সুযোগ

টুইটার দিচ্ছে নতুন আয়ের সুযোগ

স্বদেশ ডেস্ক:

প্রতিযোগিতায় নেমেছে মেটার নতুন মাইক্রো ব্লগিং সাইট থ্রেডস এবং টুইটার। কার আগে কে যেতে পারে, এ নিয়ে কৌশলের শেষ নেই।

অবশ্য টুইটারের ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছিল অনেক। কেননা বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন বিতর্কিত সিন্ধান্ত নিয়েছে সংস্থাটি। এতে করে টুইটারের প্রতি আগ্রহ হারিয়েছে অনেকে। অন্যদিকে বাড়তে শুরু করে থ্রেডস এর জনপ্রিয়তা। খুব স্বল্প সময়ের মধ্যেই ১০ কোটিরও বেশি গ্রাহক পেয়েছে থ্রেডস। টুইটারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বাজারে টিকে থাকা।

নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। মেটার পথেই হাঁটছেন তারা। বিজ্ঞাপনের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টুইটার।

গত বৃহস্পতিবার এক টুইটবার্তায় এই নতুন প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটটি।

চলতি মাসের শেষ দিকেই প্রোগ্রামটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করছে তারা। টুইটার বলছে, এ সময়ের মধ্যেই সব যোগ্য নির্মাতারা মনিটাইজেশনের জন্য আবেদনের সুযোগ পাবেন।

তবে ঠিক কত শতাংশ লভ্যাংশ দেয়া হবে কনটেন্ট নির্মাতাদের বা বিজ্ঞাপনগুলো কীভাবে কনটেন্টে প্রদর্শিত হবে, সেই বিষয়ে এখনও কোনো ধারণা দেয়নি টুইটার।

কনটেন্ট নির্মাতাদের কিছু শর্তও জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে নির্মাতাদের অবশ্যই পেইড সাবস্ক্রিপশন -ব্লু ব্যাজের অধিকারী হতে হবে। সবশেষ ৩ মাসে ৫০ লাখের বেশি ইমপ্রেশন থাকতে হবে। কনটেন্ট নির্মাতাকে অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। অ্যাকাউন্ট নাম, বায়ো, প্রোফাইল ছবি ও হেডার ইমেজসহ একটি পূর্ণাঙ্গ প্রোফাইল থাকতে হবে। এ ছাড়া ইমেইল অ্যাড্রেসকে অবশ্যই ভ্যারিফায়েড হতে হবে।

অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা চালু থাকতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877