সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

পার্কার সোলার প্রোব সূর্যের কাছাকাছি

পার্কার সোলার প্রোব সূর্যের কাছাকাছি

স্বদেশ ডেস্ক:

নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। অতীতে যে কোনো সময়ের তুলনায় এটি সূর্যের কাছাকাছি অবস্থান করছে। অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও তীব্র বিকিরণের মধ্যে এখন সূর্যের বায়ুম-লের বাইরের স্তর বা করোনায় অবস্থান করছে পার্কার। বিজ্ঞানীরা আশা করছেন, পার্কার যদি সচল থাকে তাহলে ২৮ ডিসেম্বর সংকেত পাঠাতে পারে। এতে সূর্য সম্পর্কে আরও বিশদ জানা যাবে বলে গতকাল বিবিসির খবরে বলা হয়েছে।

সূর্যকে প্রদক্ষিণ করার লক্ষ্যে ২০১৮ সালে পৃথিবী থেকে রওনা হয় নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। গত এপ্রিলেই সূর্যের করোনায় প্রবেশ করে পার্কার। তবে সেটি গত সপ্তাহে প্রথম নিশ্চিত করতে সক্ষম হন নাসার বিজ্ঞানীরা। ইতোমধ্যে সূর্যকে ২১ বার প্রদক্ষিণ করেছে পার্কার। ১ হাজার ৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে সক্ষম এই মহাকাশযান প্রতি প্রদক্ষিণের মাধ্যমে সূর্যের কাছাকাছি যাচ্ছে। পার্কার এখন পর্যন্ত মানব-সৃষ্ট সবচেয়ে দ্রুততম বস্তু। মানুষের তৈরি কোনো যান এর আগে সূর্যের এত কাছে যায়নি। পার্কার সেকেন্ডে ১৯৫ কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করছে। প্রদক্ষিণের সময় সবচেয়ে নিকটতম অবস্থানে সূর্যপৃষ্ঠ থেকে মাত্র ৬ দশমিক ১ মিলিয়ন কিলোমিটার বা ৩ দশমিক ৮ মিলিয়ন মাইল দূরে অবস্থান করে পার্কার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877