স্বদেশ ডেস্ক:
বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় বছর দেড়েকের মতো। কিন্তু এখন পর্যন্ত প্রাক্তন দক্ষিণী তারকা জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্যকে নিয়ে চর্চা থামেনি। সম্পর্কে থাকা অবস্থায় এই তারকা জুটি যতটা আলোচনায় ছিলেন, বিচ্ছেদের পর তাদের নিয়ে আলোচনা হয়েছে আরও বেশি।
বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। একের পর এক সিনেমা ও সিরিজে কাজ করছেন দক্ষিণী তারকা। অন্যদিকে, নাগার জীবনেও এসেছেন নতুন এক নারী। ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন এখন সর্বত্র।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, কয়েকদিন আগে সামান্থাকে দেখা গিয়েছিল গলায় মঙ্গলসূত্র পরে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জীবনের নতুন প্রেমের জানান দিলেন অভিনেত্রী।
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যে নিজের কাজেই প্রেম খুঁজে পেয়েছেন অভিনেত্রী, তা বেশ স্পষ্ট।