মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

ফ্লোরিডায় এশিয়ান এক্সপ্রো ফুড ফেয়ার শুরু ‍আজ

ফ্লোরিডায় এশিয়ান এক্সপ্রো ফুড ফেয়ার শুরু ‍আজ

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার দু’দিন ব্যাপী ২৭তম এশিয়ান এক্সপো ফুড অ্যান্ড কালচারাল ফেয়ার-২০২৩ শুরু হবে ‍আজ শনিবার।Fairground, south Florida ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।

এবারের এক্সপো সফল করতে গত প্রায় দুই মাস যাবত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ৩৫ জন শিশু-কিশোর মঞ্চে পারফর্ম করার জন্য প্রস্তুতি নিয়েছে। ফ্লোরিডার জনপ্রিয় নৃত্য শিল্পী ইফফাত ইভানার তত্ত্বাবধানে এদের নাচ শেখানো হয়েছে।

এবারের এক্সপোতে এই প্রথমবারের মতো এশিয়ার সাতটি দেশের ভাষা-সংস্কৃতি নিয়ে বাংলাদেশি শিল্পীরা মঞ্চে পরিবেশনা করবে। এদের পাশাপাশি ফ্লোরিডার শিশুকিশোর এবং প্রতিষ্ঠিত শিল্পী নিয়ে মোট ৬০ জন শিল্পীর একটা বিশাল টিমের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে এবারও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। অ্যারাবিক গানে কণ্ঠ দিবেন শায়না রশিদ, কাওয়ালী গান পরিবেশন করবেন নওরিন, এছাড়াও মেরিনা মজুমদার, আলমগীর পাটোয়ারি, সুমনা শারমিন, ঈশান রিফাত ও অ্যাঞ্জেলা, সুমনা জিনিয়া, লিন্ডা, ঝুমু, শ্রাবণ, সোনিয়া দে, ভারতের  হেমা ও গোপীসহ অনেক নামকরা শিল্পী অনুষ্ঠানে পরিবেশনা করবেন।

তাসবিন ও অর্ণবের উপস্থাপনায় অনুষ্ঠানটি উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানানিয়েছে আয়োজক কমিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877