স্বদেশ ডেস্ক:
নিউইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থা নিরাপদ রাখতে বাড়তি পুলিশ উপস্থিতি ইতিবাচক ভূমিকা রাখছে। গত অক্টোবরে সাবওয়ের স্টেশন, প্ল¬্যাটফর্ম ও ট্রেনে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় এনওয়াইপিডি। যার তিন মাসের মাথায় এ বছর জানুয়ারি মাসে সাবওয়েতে বড় অপরাধের ঘটনা ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ৩০ ভাগ হ্রাস পেয়েছে।
অথচ একইসময় দৈনিক সাবওয়ে রাইডারের সংখ্যা ২১ লাখ থেকে বেড়ে ৩১ লাখে পৌঁছেছে। ফেব্রুয়ারি মাসেও অপরাধের এই নি¤œমুখী ধারা অব্যাহত ছিলো।
গত বছর ফেব্রুয়ারির তুলনায় এ বছর একই মাসে সাবওয়ের যাত্রী সংখ্যা ১০ লাখ বৃদ্ধি পেলেও বড় অপরাধের সংখ্যা ১৮০ থেকে কমে ১৭০ এ দাঁড়িয়েছে। গত অক্টোবরে সিটির সাবওয়ে ব্যবস্থায় বছরের নবম হত্যাকান্ডের পর বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয় এনওয়াইপিডি।
তাছাড়া ২০২১ সালে অক্টোবর মাসের তুলনায় গত অক্টোবরে সাবওয়েতে বড় অপরাধের ঘটনাও ৪০ভাগ বেশি ছিলো। বাড়তি পুলিশ উপস্থিতি নিশ্চিতে এনওয়াইপিডি’র সদস্যদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েনের এই সাফল্য প্রত্যাশিত ছিলো বলে জানিয়েছেন এনওয়াইপিডি’র সাবেক এক কর্মকর্তা। অপরাধ দমনে পুলিশের বাজেট বৃদ্ধির কোন বিকল্প নেই বলেও জানান তিনি।
গত অক্টোবরে এনওয়াইপিডি’র ওভারটাইম খাতে বরাদ্দ বাড়াতে রাজি হন গভর্নর ক্যাথি হোকুল। একইসময় সাবওয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে এমটিএ’র নিজস্ব পুলিশ বাহিনী পুনর্মোতায়েনের অনুমতিও দেন তিনি।