স্বদেশ ডেস্খ:
নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযথ মর্যাদায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে’ উদযাপন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি। ‘একুশ মানে মাথা নত না করা’ এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।
আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউর ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার‘ এর অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের পূর্বে ‘একুশের চেতনা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালণায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন বিএএসজে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রফিক, সাংগঠনিক সমপাদক মোঃ শাহরিয়ার আহমদ, জনসংযোগ সমপাদক মোঃ বেলাল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ মনিরুজামান, কোষাধ্যক্ষ মোঃ আবদুর রহিম, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন ইমরান, নিউজার্সি স্টেট বিএনপি (সাউথ) এর কার্যকরী সদস্য গিয়াস উদ্দিন পাঠান, বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি শ্রী কনক রাউথ, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনির সভাপতি মোহাম্মদ রানা কবির, আটলানটিক সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহীন।
আলোচনা সভায় বায়ান্নর একুশে ফেব্রুয়ারির স্মৃতিচারণ এবং মায়ের ভাষার জন্যে বাঙালির অকাতরে প্রাণ বিসর্জনের ঘটনাবলী উপস্থাপিত হয়। প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখতে নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি অভিভাবক তাদের দায়িত্ব পালনের সংকল্প ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবিউল ইসলাম মাসুম।
পরে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, বিএনপি অব নিউজারসি স্টেট সাউথ, সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ, বাংলাদেশ আমেরিকান লায়নস ক্লাব অব আটলান্টিক সিটি, জাসাস, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি সুব্রত চৌধুরী অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়া তীব্র শীত উপেক্ষা করে ব্যক্তিগতভাবেও অনেকে অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন। ‘মহান একুশে’কে কেন্দ্র করে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।