রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন

লিওনেল মেসির সর্বপ্রথম ইন্টারভিউ

লিওনেল মেসির সর্বপ্রথম ইন্টারভিউ

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি তার এই সমৃদ্ধ ক্যারিয়ারে অসংখ্য প্রথমেরই সাক্ষী, তিনি সাক্ষী অনেক নতুনত্বের। বিশেষ করে কাতার বিশ্বকাপ জয় তার জীবনে `সেরা প্রথম’ হয়তো। তবে আজ বলছি মেসির অন্য এক প্রথমের গল্প। লিওনেল মেসির প্রথম মিডিয়া সাক্ষাৎকারের গল্প। যেখানে সাধারণ এক মেসির স্বপ্ন চমকে দিবে আপনাকে।

সময়টা তখন ২০০০ সাল। নিওয়েলস ওল্ড বয়েজের অ্যাকাডেমিতে খেলেন ১৩ বছর বয়সী লিওনেল মেসি। ওই সময় রোজারিওর পত্রিকা `Diario La Capital` এ ক্যারিয়ারের সর্বপ্রথম ইন্টারভিউ দিয়েছিলেন। প্রায় ২০ বছর পর সেই ইন্টারভিউ পুনরুদ্ধার করা হয়েছে এবং আর্জেন্টিনা ও স্পেনে যা বেশ ভাইরাল হয়েছে। রেডিট থেকে পাওয়া সেই ইন্টারভিউয়ের বঙ্গানুবাদ লেখা হলো :

শিরোনাম : লিওনেল মেসি দশম ডিভিশনে খেলা একজন এটাকিং প্লেমেকার। নিওয়েলস অ্যাকাডেমি থেকে উঠে আসা ফুটবলারদের মধ্যে তাকে আগামীর তারকা ভাবা হচ্ছে। কারণ হিসেবে তুলনামূলক কম হাইটের পরও তার ড্রিবলিং ও গোল করার সক্ষমতা তাকে অনন্য করে তুলেছে। তবে এসব গুণাবলীর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে বল পায়ে খেলাটিকে উপভোগ করে এবং নিজেকে প্রকাশ করতে ভালোবাসে।

(১৩ বছর বয়সী লিওনেল মেসির প্রশ্ন-উত্তর পর্ব)

আপনার চোখে একজন হিরো?
উত্তর : আসলে দু`জন হিরো আছে। আমার বাবা হোর্হে মেসি এবং গড ফাদার ক্লাউদিও।

প্রিয় একজন কোচ?
উত্তর : কোনো নির্দিষ্ট প্রিয় কোচ নেই। যতজনকে কোচ হিসেবে পেয়েছি, সবাইকেই ভালো লাগে। কারণ সবার কাছ থেকেই কিছু না কিছু শিখেছি।

প্রিয় একজন ফিটনেস কোচ?
উত্তর : পাবলো সানচেজ।

পছন্দের একজন প্লেয়ার?
উত্তর : দু`জন। আমার ভাই ও আমার কাজিন।

প্রিয় দল?
উত্তর : নিওয়েলস।

প্রিয় শখ?
উত্তর : গান শোনা।

কোন ধরনের মিউজিক পছন্দ?
উত্তর : Cuarteto এবং cumbia

প্রিয় টিভি প্রোগ্রাম?
উত্তর : Primicias

প্রিয় ম্যাগাজিন?
উত্তর: Pasion Rojinegra (Newell’s-এর ফ্যান ম্যাগাজিন)

প্রিয় একটি বই?
উত্তর: বাইবেল।

প্রিয় মুভি?
উত্তর: Baby’s Day Out

ফুটবল বাদে প্রিয় খেলা?
উত্তর: হ্যান্ডবল

প্রিয় মডেল?
উত্তর: Nicole Neumann

প্রিয় খাবার?
উত্তর : Chicken and Sauce.

প্রিয় বিষয়?
উত্তর : স্প্যানিশ

ফুটবলার হওয়া ব্যতীত প্রিয় কাজ?
উত্তর : শারীরিক শিক্ষা শিক্ষক

জীবনের লক্ষ্য?
উত্তর : মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করা এবং প্রথম ডিভিশন ফুটবল খেলা।

সবচেয়ে বড় আশা?
উত্তর : নিওয়েলসের হয়ে প্রথম ডিভিশন ফুটবল খেলা।

সবচেয়ে ভালো স্মৃতি?
উত্তর : যখন আমার দাদী সর্বপ্রথম আমাকে ফুটবল খেলতে নিয়ে যায়।

একটি স্বপ্ন?
উত্তর : আর্জেন্টিনার হয়ে খেলা।

নিওয়েলস মানে আপনার কাছে কি?
উত্তর : সবকিছু, নিওয়েলস আমার কাছে সবকিছু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877