সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএসএফের পোশাকে সীমান্তে মাদকের কারবার করতেন রেন্টু কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ ভারতে চতুর্থ দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও কাশ্মিরে কেমন ভোট হলো বিভাজন থেকে বেরিয়ে এসে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত : মির্জা ফখরুল মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখা বেআইনি : হাইকোর্ট আমার পুরো ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল : মনোজ মানবদেহে প্রথম ব্রেইনচিপ ইমপ্লান্টে ধাক্কা খেলো নিউরালিংক ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভে অংশ নেয়ায় যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেপ্তার মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ৮ দূষণে শীর্ষ ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

স্বদেশ ডেস্ক:

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার জেলার বিরামপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় চালকসহ দুজন এবং বীরগঞ্জের কাভার্ডভ্যানের ধাক্কায় আরেকজন মোটরসাইকেল চালক নিহত হন।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের রেলকোলীর বাসিন্দা লোকমানের ছেলে সোহেল (৩৮), আরোহী সিপাহী পাড়ার রুস্তম আলীর মেয়ে সেলিনা (২৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রধানাবাদ গ্রামের বাসিন্দা মৃত বেলাল হোসেনের ছেলে মাওলানা হযরত আলী (৫৬)।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দিনাজপুরে বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক নারী আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বিরামপুরের টাটকপুরের বেলডাঙ্গা মোড়ে এ ঘটনাটি ঘটে।

এদিকে বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের ভূল্লিরহাটের বড় করিমপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গন্তব্যে যাবার সময় একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কায় দুর্ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন মাওলানা হযরত আলী। মোটরসাইকেলে একাই ছিলেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877