বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত মুখ নিত্যা মেনন। বেশ কিছুদিন ধরেই তার বিয়ের খবর শোনা যাচ্ছে সিনেপাড়ায়। তবে সব গুঞ্জন উড়িয়ে এক ভিডিও বার্তা দিলেন অভিনেত্রী। যেখানে নিত্যা বলেন, ‘আমার মনে হয়েছে, বিষয়টি নিজের মুখে বলাই ভালো। আমি এখন বিয়ে করছি না। আমাকে নিয়ে সুন্দর সুন্দর গল্প বানানো হয়েছিল। বিয়ে তো দূর, এর কাছাকাছিও কিছু ঘটছে না।’ বেশ কিছুদিন হলো সিনেমা থেকে দূরে আছেন নিত্যা। এতে করে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটাই প্রথম নয়, আগেও আমি অনেকবার অভিনয় থেকে বিরতি নিয়েছি। নিজেকে তরতাজা করতে এমন বিরতির দরকার আছে। আমি মানুষটাই এমন। কেবল আমিই নই, অনেক অভিনেতাই এটা করেন। তবে অনেকের কাছে হয়তো বিরতির বিষয়টা নতুন।’
নিত্যা ব্যাখ্যা করে জানিয়েছেন, এই বিরতি কেন তার জন্য জরুরি ছিল। ‘লকডাউনের সময় প্রচুর কাজ জমা হয়েছিল। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রতিদিন কাজ করেছি। আমার জন্য খুবই কঠিন সময় ছিল সেটা। আমার হাতে ছয়টা প্রজেক্ট আছে, যা খুব শিগগির মুক্তি পাবে।’- যোগ করেন নিত্যা। ১৬ বছরের ক্যারিয়ারে মালয়ালম, তেলেগু, তামিল, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করেছেন। অক্ষয় কুমার, বিদ্যা বালানের সঙ্গে ‘মিশন মঙ্গল’ দিয়ে বলিউডে অভিষেক হয় তার।