স্বদেশ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যা করতে চান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী ড. ইউনূসকে দুবার চুবিয়ে পদ্মা সেতুতে ওঠাতে চান। এই হলো প্রধানমন্ত্রীর অরাজনৈতিক ও অশালীন কথাবার্তা। কাজেই এই দানব সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিএনপির কার্যালয়ে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির রংপর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও ঢাকা মহানগর বিএনপির অন্যতম নেতা প্রকৌশলী ইশরাক হোসেন।
মির্জা ফখরুল বলেন, এরই মধ্যে বিদ্যুতের দাম ৫৮ ভাগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের লোকজন লুটপাট করছে, আর দায়বহন করছে জনগণ। বাংলাদেশ একটা লুটপাটের জায়গায় পরিণত হয়েছে। লুটপাটের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। দেশে ভোটের অধিকার নেই। আগের রাতেই ভোট হয়ে যায়। নির্বাচন প্রতিষ্ঠান ও ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে।
দেশে রিজার্ভ চার মাসের রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনীতি আজ ধ্বংসের পথে। ডলারের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। টাকার মান কমে যাচ্ছে। ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব নিয়ে মাথাব্যথা নেই সরকারের।
বিএনপি মহাসচিব বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্তরীণ রাখা হয়েছে। চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে না। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ৬০০ মানুষকে গুম করা হয়েছে। তিনি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন করার দাবি জানান।