স্বদেশ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
আজ বুধবার সকাল ১০টায় জাফরপুর হিন্দুপাড়ায় একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত পাঁচজন হলেন- ওই গ্রামের প্রীতম চন্দ্র, ভুট্টো চন্দ্র, পাশের গণিপুর গ্রামের শাহিন হোসেন, সজল ও মুকুল।
সকালে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে ৮-১০ জন শ্রমিক। এরপর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আক্কলেপুর থানার ওসি কিরণ কুমার রায় জানান, সকালে উপজলোর জাফরপুর এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে ৬ জনের মৃত্যু হয়।
নিহত শ্রুমিকের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।