শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

‘জনগণের সমস্যা উপেক্ষিত হতে থাকলে সৃষ্টিকর্তাই কেবল পাকিস্তানকে রক্ষা করতে পারে’

‘জনগণের সমস্যা উপেক্ষিত হতে থাকলে সৃষ্টিকর্তাই কেবল পাকিস্তানকে রক্ষা করতে পারে’

স্বদেশ ডেস্ক;

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে লন্ডন থেকে ফেরত আনার চেষ্টার সমালোচনা করেছে ক্ষমতাসীন ইমরান খান সরকারের প্রধান মিত্র পাকিস্তান মুসলিম লীগ কায়েদ- (পিএমএল-কিউ)। তারা বলছে, এর পরিবর্তে পাকিস্তানের জনগণের সমস্যার দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত।

পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাত হুসাইন বলেছেন, সরকার যদি পাকিস্তানের জনগণের সমস্যাগুলো উপেক্ষা করতেই থাকে তখন ‘সৃষ্টিকর্তাই কেবল দেশকে রক্ষা করতে পারে।’

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে পিএমএল-কিউ নেতা বলেছেন, ‘নওয়াজ শরীফকে ফেরত আনতে সরকারের সময় অপচয় বন্ধ করা উচিত। সরকার তাকে ফেরত আনতে পারবে না।’

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সম্প্রতি নওয়াজ শরীফকে ফেরত আনতে সরকারের উদ্যোগ বাড়ানোর পর এই মন্তব্য করেছেন সুজাত হুসাইন। ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইমরান খান সরকারের অনুমতির পর চিকিৎসার জন্য সেখানে যান পিএমএল-এন নেতা নওয়াজ।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহজাদ আকবার বলেছিলেন, নওয়াজ শরীফ যুক্তরাজ্যে কোণঠাসা হয়ে পড়েছেন, কারণ ইসলামাবাদ সক্রিয়ভাবে তার আত্মসমর্পণের মামলা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘নওয়াজ শরীফ একজন বন্দি ছিলেন এবং ব্রিটিশ অভিবাসন আইন অনুসারে ভ্রমণ ভিসা পাওয়ার যোগ্যও নন।’ সূত্র : এএনআই

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877