স্বদেশ ডেস্ক: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য বিভাগ। ১৭ জুলাই দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শাহীনুর আলম।
সম্মেলনে জানানো হয়, ১৭ থেকে শুরু করে ২৩ জুলাই পর্যন্ত মৎস সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, মোবাইল কোর্ট, মৎস্য মেলা, বিতর্ক প্রতিযোগিতা এবং মাছ চাষীদের পুরস্কার বিতরণ। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, নীলফামারী জেলায় চাহিদার ৩৬ হাজার মেট্রিক টনের বিপরীতে উৎপাদন হচ্ছে ৩০ হাজার ২৫০ মেট্রিক টন মাছ। ঘাটতি এবং আমিষের চাহিদা পুরণে খাল-বিল-জলাশয় ছাড়াও পুকুরগুলোকে আরো কাজে লাগানোর উদ্যোগ নেয়া হচ্ছে। হারিয়ে যাওয়া দেশি প্রজাতির মাছগুলো ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নও করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা আশরাফুজ্জামান।