শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

বছরজুড়ে বৈধতার সুযোগ বাড়লো মালয়েশিয়ায়

বছরজুড়ে বৈধতার সুযোগ বাড়লো মালয়েশিয়ায়

স্বদেশ ডেস্ক:

বিভিন্ন দেশে অভিবাসীদের জন্য করোনাকালেও সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের বাকিটা সময়জুড়ে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটি।

জানা গেছে, ২০২০ সালে নভেম্বরে শুরু হওয়া রিক্যালিব্রেশন কর্মসূচির মেয়াদ ছিল গতকাল বুধবার (৩০ জুন) পর্যন্ত। কিন্তু দেশে করোনা সংক্রমণের অবস্থার অবনতি হওয়ায় মালয় সরকার রিক্যালিব্রেশন কর্মসূচির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

ইমিগ্রেশনের ওয়েভ এ তথ্য নিশ্চিত করলেও সরকার কর্তৃক এখনও অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি।

গত বছর নভেম্বরে জারি করা অবৈধ বিদেশি কর্মীদের রিক্যালিব্রেশন নামে থ্রি-ডি সেক্টরে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করে মালয়েশিয়া। চলতি বছর ২২ এপ্রিল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন ও মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের যৌথ এক সংবাদ সম্মেলনে জানান, থ্রি-ডি সেক্টরের পাশাপাশি সার্ভিস সেক্টরেও এই কর্মসূচির আওতায় বিদেশি কর্মীরা বৈধ হতে পারবেন।

গত ১ জানুয়ারি থেকে থ্রি-ডি সেক্টরে বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গতকাল বুধবার পর্যন্ত চলে। কিন্তু বৈধতার সংখ্যা না বাড়া, করোনার অবনতিসহ নানা কারণে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনার সংশ্লিষ্টরাও এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, রিক্যালিব্রেশনের আওতায় পুনরুদ্ধার কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত ২ লাখেরও বেশি অভিবাসী নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার অভিবাসী বৈধতা পেতে আবেদন করেছেন। বাকি প্রায় ১ লাখ অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন।

চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রামে বিদেশিদের নিবন্ধিত করতে প্রায় ৫০৯ জন নিবন্ধিত নিয়োগকর্তা কাজ করছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কর্মসূচি শুরুর আগে বৈধভাবে অবস্থানের জন্য ‘সোর্স কান্ট্রি’ হিসেবে পরিচিত ১৫টি দেশের নাগরিকদের অনুরোধ করেছে সংশ্লিষ্ট দূতাবাস। এটি মালয়েশিয়ায় বিদেশি কর্মী এবং নিয়োগকর্তাদের শৃঙ্খলিত করতে সরকারের একটি প্রচেষ্টা। শ্রমিকদের বৈধকরণের বিষয়ে ১৫টি দেশের রাষ্ট্রদূতদের এক বৈঠকে প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরেছিলেন দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে মালয়েশিয়া ইমিগ্রেশনের কার্যক্রম অনেকটা ধীরগতির মধ্যেও রেজিস্ট্রেশন বা ফিঙ্গারপ্রিন্ট হয়। কিন্তু, এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ভিসা হাতে পায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877