শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

নিউইয়র্কের দু’টি মসজিদ বন্ধ ঘোষণা

নিউইয়র্কের দু’টি মসজিদ বন্ধ ঘোষণা

স্বদেশ রিপোর্ট : নিউইয়র্কে নতুন করে উদ্বেগজনকভাবে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। অনুসন্ধানে জানা গেছে, প্রায় ঘরে ঘরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যাচ্ছে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও করোনাভাইরাস ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সংশ্লিস্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিচারণা কমিটি বলছে তারা স্বাস্থবিধি মেনেই ধর্ম-কর্ম করছেন। সচেতন প্রবাসীরা বলছেন, অনেকেই কোভিড-১৯ পজেটিভ হওয়ার পরও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন, গোপন রাখছেন কোভিডে আক্রান্ত হওয়ার খবর। ফলে গ্রোসারী আর মার্কেটগুলো থেকে সংক্রমণ বাড়ছে বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্ক সিটির দুটি মসজিদের মুসুল্লিদের মধ্যে কোভিড সংক্রমণ চিহ্নিত হওয়ায় মসজিদ দুটিতে আপাতত: নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে। মসজিদ দুটি হচ্ছে জ্যামাইকার হিলসাইড ইসলামিক সেন্টার ও ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার (পিআইসি)। হিলসাইড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন, আমাদের মসজিদের কয়েকজন নিয়মিত মুসুল্লি কোভিডে আক্রান্ত হওয়ায় সিডিসি গাইড লাইন মোতাবেক দুই সপ্তাহের জন্য মসজিদ বন্ধ থাকবে। এই বন্ধ কার্যক্রম ২০ জানুয়ারী বুধবার ফজর থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। আগামী ৩ ফেব্রুয়ারী ফজর থেকে আবার নিয়মিত নামাজ আদায় শুরু হবে। এই সময়কালে মসজিদের সকল নিয়মিত মুসুল্লিদের কোয়ারেন্টাইনে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই সময়ে পুরো মসজিদটি নিয়মিত সেনিটাইজ করা হবে। অপরদিকে পার্কচেস্টার ইসলামিক সেন্টার (পিআইসি) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কমিউনিটিতে কোভিড সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে ২৪ জানুয়ারী রোববার বাদ মাগরিব থেকে নামাজ আদায় বন্ধ থাকবে। পাঁচ ওয়াক্ত নামাজ এবং জুমআ নামাজ এর অন্তর্ভুক্ত থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877