স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে যাত্রা শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। অধিনায়ক মাশরাফীসহ অন্যান্য ক্রিকেটাররা দেশে ফিরলেও ফেরেননি পাঁচ ক্রিকেটার।
বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে ইংল্যান্ডেই রয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে আরও ছুটি কাটাচ্ছেন সাব্বির, লিটন, রাহী ও মিরাজ। ছুটি শেষেই দেশের বিমান ধরবেন এই পাঁচ ক্রিকেটার।
এদিন বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টাইগার অধিনায়ক মাশরাফী। একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে গেলেও ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তিনটিতে জয় বাদে বাকি সব ম্যাচেই হার রয়েছে দলের।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হার ও বিশ্বকাপের আশা পূরণ না হওয়ার দায়ভার নিলেন অধিনায়ক নিজেই। বলেন, ‘বিশ্বকাপের আশা পূরণ অবশ্যই হয়নি। তবে খেলার ধরণ যদি দেখেন, তাহলে আমাদের দল ভালো খেলেছে।আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি, নিতেও হবে।’
এছাড়া নিজের উপর আসা সমালোচনা নিয়েও কথা বলেন মাশরাফী। তার জায়গায় অন্য কেউ হলেও হার ও দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার শিকার হতে হতো বলে মন্তব্য করেন তিনি।
বিশ্বকাপ মিশনে বাংলাদেশের শুরুটা জয় দিয়ে হলেও শেষটা হয়েছে পাকিস্তানের সঙ্গে হেরে। শেষ চারে খেলার আশা নিয়ে ইংল্যান্ড গেলেও বাংলাদেশ বিশ্বকাপ শেষ করেছে আট নম্বরে থেকে।