বুধবার, ২২ মে ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পর্যটক সামলাতে দেয়াল তুলছে জাপান ঢাবিতে গোলাম মাওলা রনির ওপর হামলা টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল যুক্তরাষ্ট্র, একাদশে যারা আজিজ আহমেদের ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ হয়নি: ওবায়দুল কাদের অস্ট্রেলিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, অনিয়ম তদন্তের নির্দেশ ৩০ শতাংশের বেশি ভোট পড়ে থাকতে পারে : সিইসি সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যে বার্তা দিচ্ছে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ
বাংলাদেশ ম্যাচে চাহালকে খেলানো ঝুঁকিপূর্ণ, মনে করে ভারত

বাংলাদেশ ম্যাচে চাহালকে খেলানো ঝুঁকিপূর্ণ, মনে করে ভারত

স্বদেশ ডেক্স: বাংলাদেশের ব্যাটিংকে সমীহই করছে ভারত! এজবাস্টনে মঙ্গলবারের ম্যাচে দুজন রিস্ট স্পিনার খেলানোকে ঝুঁকিপূর্ণই মনে করে তারা। মাশরাফি-সাকিবদের বিপক্ষে বাদ পড়তে পারেন কেদার যাদব।
ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ভারতীয় শিবিরে চলছে আত্মসমালোচনা। সেই সঙ্গে বিশ্লেষণ চলছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়েও। এজবাস্টনে মঙ্গলবারের ম্যাচে ভারতীয় দলে বদল আসবে কি না, আলোচনা চলছে এ নিয়েও। ইংল্যান্ডের বিপক্ষে কেদার যাদবের ব্যাটিং ভারতীয় একাদশে তাঁর জায়গা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। ডেকান ক্রনিকল জানিয়েছেন, কাল বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন কেদার। সেই সঙ্গে বসিয়ে রাখা হতে পারে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও।

বাংলাদেশের ব্যাটিং এ বিশ্বকাপে দারুণ ছন্দে আছে। এখন পর্যন্ত তিন শ রান তাড়া করে জয়টি বাংলাদেশেরই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে জয়ের পাশাপাশি স্টার্ক-কামিন্সদের অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ স্কোরবোর্ডে ৩৩৩ রান তুলেছে। ব্যাপারটি নিয়ে ভাবছে ভারতীয় দলও। ডেকান জানিয়েছে, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা লিটন দাসদের বিপক্ষে দুজন রিস্ট স্পিনার খেলানোটাকে একটু ঝুঁকিপূর্ণই মনে করছে ভারত। সে কারণে বাংলাদেশের বিপক্ষে চাহালকে বিশ্রামে রাখা হতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন চাহাল। যেকোনো ভারতীয় বোলারের জন্য বিশ্বকাপে এটি সবচেয়ে খরুচে বোলিং।

কেদার-চাহালকে বিশ্রাম দিলে দলে ঢুকবেন কারা? কেদারের বদলে রবীন্দ্র জাদেজার কথা বলছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। আর চোটে পড়ে বিশ্বকাপের শুরুতে ছিটকে পড়া ভুবনেশ্বর কুমার আসতে পারেন চাহালের জায়গায়।

মঙ্গলবারের ম্যাচে টসটাকে গুরুত্বপূর্ণই মনে করছে ভারতীয় দল। বাংলাদেশের ‘দুর্বল’ বোলিং আক্রমণকে লক্ষ্যবস্তু বানিয়ে টসে জিতে ব্যাটিং নিতে চায় তারা। উদ্দেশ্য, বড় সংগ্রহ গড়ে ম্যাচটিকে বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877