স্বদেশ ডেস্ক:
যশোরের মণিরামপুর উপজেলায় গলায় দা ধরে, হত্যার ভয় দেখিয়ে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে ‘ধর্ষণে’র অভিযোগ উঠেছে। গত শনিবার ঘটনাটি ঘটে, তবে গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী জানান, গত শনিবার দুপুরে প্রতিবেশী এক নারীর সঙ্গে তিনি বাড়ির পাশের একটি মাঠে শাক তুলতে যান। মাঠের পাশে আমবাগানের পাহারাদার ইসহাক শেখ (৫০) তাকে আম দেওয়ার কথা বলে বাগানে ডেকে নিয়ে যান। পরে তার গলায় দা ধরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
ভুক্তভোগী বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তার পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারে। তবে লোকলজ্জার ভয়ে তারা বিষয়টি প্রথমে চেপে যায়। কিন্তু ভুক্তভোগীর সঙ্গে থাকা অপর নারীর মাধ্যমে ঘটনা জানাজানি হয়ে যায়।
এদিকে ঘটনায় জড়িত ইসহাক শেখ মামলা না করার জন্য ওই বৃদ্ধার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছে তারা।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ‘এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’