শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সিঙ্গাপুরের ৪০ শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ

সিঙ্গাপুরের ৪০ শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ

স্বদেশ ডেস্ক: সিঙ্গাপুরের ৪০ শীর্ষ ধনীর তালিকায় রয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা মোহাম্মদ আজিজ খান। তিনি সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। বাংলাদেশে জন্ম নেয়া এই উদ্যোক্তা এবং তার পরিবার ফোর্বস ২০১৯ তালিকায় শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

ফোর্বসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মোহাম্মদ আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ৮৫০ মিলিয়ন ডলার। তিনি বর্তমানে সিঙ্গাপুরের একজন স্থায়ী বাসিন্দা। সিঙ্গাপুরের শেয়ারবাজারে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে এই ব্যবসায়ীর।

বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের আওতায় ২০টির মতো প্রতিষ্ঠান রয়েছে। পোর্ট, ফাইবার অপটিকস এবং রিয়েল স্টেটসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে মোহাম্মদ আজিজ খানের। বাংলাদেশের অন্যতম এই শীর্ষ ব্যবসায়ী ১৯৫৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877