শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন

নানা আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি

নানা আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি

স্বদেশ ডেস্ক: নানা আয়োজনে পার্বত্য জেলা বান্দরবানে পালিত হচ্ছে পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি দিবস। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রাজার মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ১১টি পাহাড়ি সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করে।

পরে রাজার মাঠে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহিদুল এমরান।

পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আক্তারু সামাদ রাফি প্রমুখ।

দিবসটি উপলক্ষে রাজার মাঠে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, গরীব অসহায়দের মাঝে কম্বল ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে সরকারিভাবে দিবসটি উপলক্ষে নানা আয়োজন থাকলেও আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি এবার কোন কর্মসূচি রাখেনি বান্দরবানে।

নেতৃবৃন্দ বলছেন, শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়া ও সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দায়েরসহ নানা ধরনের নির্যাতনের প্রতিবাদে এবার দিবসটিতে কোনো কর্মসূচি তারা রাখেননি। তবে সকালে মাস্টার মার্কেট সম্মেলন কক্ষে পার্বত্য নাগরিক সমাজের উদ্যোগে শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটিতে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877