শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

শুক্রবারেই মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’

শুক্রবারেই মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’

বিনোদন ডেস্ক; গল্প ও নির্মাণে প্রশংসিত হলেও আপত্তিকর সংলাপের জন্য  সেন্সর পবার্ডে আটকে যায় সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’। ফলে ২৯শে নভেম্বর ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয় সংশয়। অবশেষে কেটে গেছে সে সংশয়। ছবিটির পরিচালক তানিম রহমান অংশু জানালেন, সেন্সর ছাড়পত্র মিলেছে, ঘোষিত দিনই মুক্তি পাচ্ছে ‘ন ডরাই’। এটি স্টার সিনেপ্লেক্সের প্রথম প্রযোজিত ছবি। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল। ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সনগুপ্ত। বৃহস্পতিবার ছবিটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়।

বোর্ডের সদস্যরা ছবিটি  দেখে প্রশংসা করলেও কিছু সংলাপ নিয়ে আপত্তি জানান। পরিচালক তানিম রহমান অংশু বলেন, সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছি। তবে সেন্সর বোর্ড থেকে নীতিমালা অনুযায়ি আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে। যদিও কারেকশনগুলো খুব  বেশি না, ছবির সৌন্দর্য যেন নষ্ট না হয় সেভাবেই আমরা দর্শকের সামনে ‘ন ডরাই’ উপস্থাপন করতে পারবো বলে আশা রাখছি। ‘ন ডরাই’ শব্দের মানে হলো ভয় করি না। ছবিতে সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা অন্য নারীদের উৎসাহিত করবে বলে মনে করছেন ছবি সংশ্লিষ্টরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877