শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

‘ভিনিকে বঞ্চিত করা হয়েছে’

‘ভিনিকে বঞ্চিত করা হয়েছে’

স্বদেশ ডেস্ক:

জেগেছিল আশা। ফুটবল দুনিয়া ভিনিচিয়াস জুনিয়রের হাতে ব্যালন ডি’অর দেখার একরকম মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছিল। কিন্তু বিস্ময়করভাবে ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরার খেতাব উঠল কিনা ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির হাতে। এ নিয়ে বিতর্কের ঝড় বয়ে গেছে। নতুন করে এই বিতর্ক উসকে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসেরের পর্তুগিজ যুবরাজের মতে ভিনিকে বঞ্চিত করা হয়েছে।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ডাবলস জিতেছেন ভিনি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও স্প্যানিশ লা লিগা ছাড়াও কিছু ছোট ট্রফি পেয়েছেন তিনি। যদিও জাতীয় দল ব্রাজিলের জার্সিতে ততটা উজ্জ্বল ছিলেন না ভিনি। কিন্তু ক্লাব ফুটবলে তার একচেটিয়া প্রভাব ছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও গোল করেছেন। লা লিগায় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তবু ফ্রান্স ফুটবল সাময়িকীর সেরা হতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। পরে ক্ষোভ প্রকাশ করে ভিনি বলেছিলেন, ‘আমি এর চেয়ে দশগুণ শক্তি নিয়ে ফিরে এলেও তারা (ব্যালন ডি’অর কর্তৃপক্ষ) আমাকে সেরার খেতাব দিতে প্রস্তুত থাকবে না।’

বিশ^জুড়ে অনেক রথী-মহারথী ভিনির হতাশা বুঝতে পেরেছেন। বিষয়টি অবাক করেছে রোনালদোকেও। পরশু রাতে দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্যালন ডি’অর নির্বাচন প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন রোনালদো। তার মতে ভিনি বর্ষসেরার দাবিদার ছিলেন। ‘সিআর সেভেন’ বলেছেন, ‘নিজেদের ক্যারিয়ার নিয়ে এখন ভিনিচিয়াম, (জুডে) বেলিংহাম, লেমিন (ইয়ামাল) খুব ভালো করছে। আমার মতে গোল্ডেন বল ভিনির প্রাপ্য ছিল। এখানে সবার সামনেই বলছি, এটা অন্যায্য হয়েছে।’ ক্লাব ফুটবলে সাদামাটা পারফর্ম করলেও জাতীয় দল স্পেনের হয়ে রদ্রি জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এটাই তার ব্যালন ডি’অর জয়ে বড় প্রভাব রেখেছে। এ নিয়ে রোনালদোর ভাষ্য, ‘তারা এটা রদ্রিকে দিয়েছে, এটা তারও প্রাপ্য ছিল। তবে আমি মনে করি, চ্যাম্পিয়নস লিগ জেতায় এটা ভিনিকে দেওয়া উচিত ছিল।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877