বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন

‘কবির সিংয়ের মতো ছেলেই পছন্দ’ মেয়েদের: শাহিদ কাপুর

‘কবির সিংয়ের মতো ছেলেই পছন্দ’ মেয়েদের: শাহিদ কাপুর

স্বদেশ ডেস্ক:

‘কবির সিং’ বলিউড অভিনেতা শাহিদ কাপুরের ক্যারিয়ারে অন্যতম একটি সফল সিনেমা। কবির সিংয়ের মতো একটি অদ্ভূত চরিত্র দর্শকদের নজর কাড়ে।

শাহিদ কাপুর একটা সময় ব্যকগ্রাউন্ড ডান্সারের কাজ করতেন। তাল ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের পিছনে নাচতে দেখা গিয়েছিল ছোট্ট শাহিদ কাপুরকে।

‘কবির সিং’ ছবিতে কবির চরিত্রটি ছিল এক উগ্র ও মদ্যপ প্রেমিকের। সেখানে প্রেমিকার গায়ে হাত তোলার মত দৃশ্যও আছে। তাই নারীবাদীদের ভাষ্য, ছবি জুড়ে ‘গ্লোরিফাই’ করা হয়েছে ‘অসুস্থ পুরুষতন্ত্র’কে।

এবার ‘কবির সিং’এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর বলেন, ‘কবির সিং চরিত্রকে অবশ্যই পছন্দ করেছেন দর্শকেরা, তা না হলে ছবিটির জন্য হল শূন্য থাকত। আর এখন বলিউডের পর্দার মতো চিরচেনা রোম্যান্স নয়, মেয়েরা পছন্দ করে কবিরের মতো প্রেমিকই!’

ওটিটি প্ল্যাটফর্ম ফর্জি-র জন্য তিনি নিয়েছিলেন ২৫ কোটি টাকা। কারণ বাজেট। বাজেটের কথা ভেবে অভিনেতাদের অনেক সময় কম পারিশ্রমিক নিতে দেখা যায়।

শাহিদ আরও বলেন, ‘কবির সিং চরিত্রটির জন্যই ছবি হিট হয়েছে। আমার মনে হয় মেয়েরা কবিরের মতো ‘টক্সিক লাভার’ পছন্দ করে। আমি তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টে এমনটাও দেখেছি যে, কবিরের মতো প্রোটেকটিভ বয়ফ্রেন্ডই চাই জীবনে। অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে মেয়েরা ঠিক কী চায়।’

মিষ্টি ছেলে যাঁকে মিষ্টি রোম্যান্টিক চরিত্রেও দেখা যায়। কিন্তু চকোলেট বয় হিসেবে পরিচিতি পাওয়ার পর অসম্ভব রেগে গিয়েছিলেন শাহিদ কাপুর। তিনি বলেছিলেন, চকোলেট বয় আবার কী? আমি একজন অভিনেতা। আমি একজন শিল্পী।

অভিনেতা বলেন, ‘সিনেমা করতে গিয়ে অনেক কথাই মাথায় এসেছে। এক হলো, এমন ছেলে কি আদৌ আছে? এমন ছেলেদের ওপর মেয়েরা আদৌ প্রেমে পড়ে? তাছাড়া আমি একটা করে দৃশ্য শ্যুট করেছি। আর আমার মনে হয়েছে, বাস্তবে কি এমন প্রেমিক রয়েছে, যারা প্রেমিকার যত্ন নিতে গিয়ে উগ্র হয়ে যায়। পরে বুঝেছি যে অবশ্যই আছে। আর মেয়েরা তাদেরকেই পছন্দ করে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877