বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

স্বদেশ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির একটি কারাগারে তিনি নিজেকে হত্যা করার চেষ্টা চালান।

এর আগে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর সেটি প্রত্যাহার হলেও প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন। পরে একপর্যায়ে তাকে আটক করা হয়। তখন থেকেই তিনি দেশটির কারাগারে আটক রয়েছেন।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের সংশোধনাগারের প্রধান শিন ইয়ং-হে আইন প্রণেতাদের বলেছেন, ‘মঙ্গলবার রাতে আটক কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করার সময় কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে।’

গত সপ্তাহে সামরিক আইন জারির পর নানা ঘটনাপ্রবাহের মুখে পদত্যাগ করেন কিম ইয়ং-হিউন। সেসময় দায় স্বীকার করে কিম বলেন, ‘সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল।’ সেই সঙ্গে জনসাধারণের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণকালে প্রেসিডেন্ট আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন। অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে সেটি প্রত্যাহারের কথাও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877