শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

ডিমের দাম বাড়ার জন্য গণমাধ্যম দায়ী: উপদেষ্টা

ডিমের দাম বাড়ার জন্য গণমাধ্যম দায়ী: উপদেষ্টা

স্বদেশ ডেস্ক:

ডিমের দাম বাড়ার জন্য গণমাধ্যমকে দায়ী করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পত্রিকায় ডিমের বাজার অস্থির লেখা হলে ভোক্তা পর্যায়েও অস্থিরতা তৈরি হয়।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বিশ্ব ডিম দিবসের অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ তোলেন।

ফরিদা আখতার বলেন, সিন্ডিকেটের কারণে দেশের বাজারে ডিমের দাম কমছে না। বিভিন্ন সময় সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাজার অস্থির হয়ে ওঠে। ডিমের দাম কমাতে উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক খামারিদের সঙ্গে সংযোগ বাড়ানো ও ফিডের দামের দিকে নজর দেওয়া হচ্ছে।

উপদেষ্টা বলেন, মিডিয়ার নিউজ করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। এমনভাবে হেডলাইন করা হচ্ছে, দেশে ব্যবসায়ী ও ভোক্তা দু’দিকেই আতঙ্ক সৃষ্টি করছে। অর্থাৎ দাম বাড়ার জন্য মিডিয়াও কিছুটা ভূমিকা রাখছে।

ফরিদা আখতার বলেন, বছরের আশ্বিন-কার্তিক মাসে সবজির সরবরাহ কমে যাওয়ায় ডিমের চাহিদা বাড়ে। ডিম সাধারণ খামারি থেকে কয়েকদফা হাত বদল হয়ে ভোক্তা পর্যন্ত পৌঁছায়। এ কারণেই ডিমের দাম বেড়ে যায়। এজন্য উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরাসরি কিভাবে ডিম পৌঁছানো যায় সে ব্যাপারে চিন্তা ভাবনা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877