শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৯৪১৩

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৯৪১৩

স্বদেশ ডেস্ক:

এমবিবিএস প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় পাস করেছে মোট ৪৯ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছেলে পরীক্ষার্থী মোট ২২ হাজার ৮৮২ (৪৬.৩১ শতাংশ) ও মেয়ে ২৬ হাজার ৫৩১ (৫৩.৬৯শতাংশ)। অনুত্তীর্ণের সংখ্যা ১৯ হাজার ৯৯৭।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন এক ছেলে পরীক্ষার্থী। তার স্কোর ৯০.৫। আর মেয়েদের মধ্যে একজন সর্বোচ্চ ৮৯ নম্বর পেয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টার কিছু আগে ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এর আগে সকালে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফল প্রকাশ করার কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

নতুন পদ্ধতিতে গত শুক্রবার দেশব্যাপী একযোগে ১৯টি কেন্দ্রের ৩২টি ভেন্যুতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি ৩৬টি সরকারি মেডিকেল কলেজে চার হাজার ৬৮ আসন ও ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে ছয় হাজার ৩৩৬ আসনসহ মোট ১০ হাজার ৪০৪টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877