শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

স্বদেশ ডেস্ক:

গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো মা হন আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়ার ঘর আলো করে আসে কন্যা রাহা। তবে জন্মের পর মেয়ের চেহারা প্রকাশ করেননি এই তারকা দম্পতি। অনেকে ধারণা করেছিলেন, মেয়ের প্রথম জন্মদিনে হয়তো তাকে প্রকাশ্যে আনবেন রণবীর-আলিয়া।

কিন্তু সেটাও হয়নি। অবশেষে অপেক্ষার অবসান হলো আজ। বড়দিনে কন্যা রাহাকে নিয়ে হাজির হয়েছেন রণবীর ও আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে একত্র হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই কন্যা রাহার চেহারা প্রকাশ্যে আনেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

বাবার কোলে রাহা। ছবি : বারিন্দর চাওলার ইনস্টাগ্রাম থেকে

ভক্তেরা এটিকে দেখছেন বড়দিনের উপহার হিসেবেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দুই দিকে দুটি ঝুঁটি করেছে রাহা। বড়দিনের থিমের সঙ্গে মিল রেখে লাল-গোলাপি ফ্রক পরেছে সে, পায়ে লাল জুতা। বাবার কোলে থেকেই রাহা এক হাত ধরে রয়েছে মা আলিয়ার।

বড়দিনে একসঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি : আলিয়া ভাটের ফেসবুক পেজ থেকে
বড়দিনে একসঙ্গে আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি : আলিয়া ভাটের ফেসবুক পেজ থেকে

আলোকচিত্রীর সামনে নিয়ে আসতেই খানিক হকচকিয়ে যায় রাহা। বাবার কোল ছাড়তেই নারাজ সে।

সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ আলিয়া জানিয়েছেন তাঁদের মেয়ে রাহা হচ্ছে রণবীর ও তাঁর মিশেল। রণবীরের বাবা ঋষি কাপুরের মুখের সঙ্গে মিল রয়েছে রাহার। যদিও ফুফু কারিনা কাপুরের মতে, রাহা দেখতে রণবীরের মতো। রাহা আসলে দেখতে কেমন, তা নিয়ে আগ্রহ ছিল ভক্তদেরও। আজ সে অপেক্ষার অবসান হলো।

২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একই বছরের নভেম্বরে জন্ম হয় রাহার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877