স্বদেশ ডেস্ক:
অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিসহ ইতালীয়রা রাজধানী রোমে মৌন মিছিল করেছে। সামাজিক সংগঠন ধূমকেতু এই মিছিলের আয়োজন করে। বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারার লালন পার্ক থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লার্গো প্রেনেস্তের থেকে মিছিলটি শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। প্রবাসীদের জন্য একটি সুন্দর বসন্ত কামনা করেন বাংলাদেশিরা। এই মৌন মিছিলে কমিউনিটির নেতা ও ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সহ-সভাপতি হাবিব চৌধুরী, নারী নেত্রী লায়লা শাহ, মনোয়ারা মুন্নীসহ আরও অনেকেই অংশগ্রহণ করেন।
এই মিছিলে বিপুল সংখ্যক ইতালীয় নাগরিকরাও ছিলেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নারী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন এখানে। মিছিল চলাকালে স্থানীয় পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।