বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলো যুক্তরাষ্ট্র বিএনপি

প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটলো যুক্তরাষ্ট্র বিএনপি

স্বদেশ রিপোর্ট ॥ ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে পৃথক দুটি স্থানে কেক কাটা ছাড়াও চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদারের সংকল্প ব্যক্ত করা হয়। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ১ সেপ্টেম্বর রোববার রাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ। মো. আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠিত এ সভা শুরুতেই কেক কাটা হয়। এরপর প্রধান অতিথি এম এ সালাম তার বক্তব্যে বিএনপির এই চরম সংকটে সকলকে আকতার হোসেন বাদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সালাম বলেন, ‘বিভিন্ন অঙ্গরাজ্যে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে তারেক রহমানের নির্দেশে। দু’বছর আগে ৬ অঙ্গরাজ্য কমিটির অনুমোদন দেয়া হয়। তবে সেগুলোতেও নানা সংকট দেখা দিয়েছে। এখন সকলেই আশা করছি, বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকবেন।’
বাবুল আহমেদ বলেন, বাকশাল কায়েমের ভয়ংকর পরিণতি থেকেও শেখ হাসিনা শিক্ষা নেননি। তাই তাকেও চরম মূল্য দিতে হবে যদি তিনি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে না দেন। আকতার হোসেন বাদল তার সভাপতির বক্তব্যে উল্লেখ করেন, ‘ম্যাডামের মুক্তির জন্যে আমরা মার্কিন রাজনীতিকদের সাথে আলাপ-আলোচনা শুরু করেছি। অনেক সময় আমাদের রাজনৈতিক কোন পরিচয় না থাকায় সিনেটর-কংগ্রেসম্যানরা গুরুত্ব দিতে চান না। এজন্যেই আশা করছি অবিলম্বে যোগ্য ও পরীক্ষিতদের সমন্বয়ে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি পাওয়া যাবে।’ এ সময় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের সময় নেতা-কর্মীদের কাল পতাকা প্রদর্শনসহ তুমুল বিক্ষোভ প্রদর্শনের জন্যে তৈরী হবার অনুরোধ জানান। ২৩ সেপ্টেম্বর এক সপ্তাহের সফরে নিউইয়র্কে আসার কথা শেখ হাসিনার। ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়। এতে আরো বক্তব্য রাখেন নূরল ইসলাম খান, মীর মশিউর রহমান, জামাল হোসেন, শেখ হায়দার আলী প্রমুখ। একইসময়ে জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আরেকটি কেক কাটা হয়। জাসাস, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলের সম্মিলিত উদ্যোগে এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, এম এ বাতিন, কাওসার আহমেদ মাজহারুল ইসলাম জনি, এলিসা আকতার মুক্তা, ওয়েস আহমেদ, মনসুর আহমেদ, সুলতানা খানম, রাশিদা আহমেদ মুন, আব্দুল মোমেন সোহেল, রেজাউল করিম, সুৃলতান মাসুম, আতাউর রহমান, আনোয়ারুল ইসলাম শাহিন, আবুল কালম, মনিরউদ্দিন খান, মুক্তা মাওলা রুবেল, মো. আলাউদ্দিন, মো. হাসান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877