শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে বিকট শব্দ, অল্পের জন্য রক্ষা

উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে বিকট শব্দ, অল্পের জন্য রক্ষা

স্বদেশ ডেস্ক:

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় বিকট শব্দে বিমানের একটি বোয়িং উড়োজাহাজের চাকা ফেটে (পাংচার) গেছে।

এ সময় পুরো উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ওসমানী বিমানবন্দরেরর রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদিও এ ঘটনার পর থেকে ওসমানীতে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল।

উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পরপর বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এ সময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়।

এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় জানিয়ে এই ফ্লাইটের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, ‘হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাঁকুনি শুরু হয়। এতে যাত্রীদের সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকারও শুরু করেন।’

মোস্তাক হায়াত বলেন, ‘ঝাঁকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্টা করেন। তখন ফের ঝাঁকুনি শুরু হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা পাংচার হয়েছে।’

তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্জে আনা হয়।

চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ওসমানীতে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ওই উড়োজাহাজের চাকা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামতের পর এটি রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সচল করা হবে।

দুর্ঘটনার কারণে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি জানিয়ে হাফিজ আহমদ বলেন, আটকেপড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877