স্বদেশ ডেস্ক:
টান টান উত্তেজনার বিশ্বকাপ ফাইনালের ম্যাচটিতে ফ্রান্সের বিপক্ষে জয়লাভ করে আর্জেন্টিনা। উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা। দেশটিতে আনন্দের জোয়ার বয়ে যায়। তবে ভিন্ন চিত্র দেখা যায় পরাজিত ফ্রান্সে। সেখানে কয়েকটি শহরে দাঙ্গা বেধে যায়। দ্য সান এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শেষ হওয়ার পর ফ্রান্সের হাজার হাজার ফুটবলপ্রেমী প্যারিস, নিস ও লিও’র রাস্তায় নেমে আসে। তখন রাস্তায় টহলরত পুলিশদের সাথে তাদের দাঙ্গা বেধে যায়। বিক্ষুদ্ধ সমর্থকরা আতশবাজি ফুটাতে থাকে। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে।
ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্রান্সের পতাকা গায়ে জড়ানো সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ঢিল, বোতল এবং আতশবাজি ছুঁড়ছে। এর আগে পুলিশ ক্ষুদ্ধ জনতার ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এ সময় পুলিশ দাঙ্গাবাজদের দিকে মুখ করে ‘ঘুরে দাও’ বলে চিৎকার করতে শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা জল কামান ব্যবহার করে।