স্বদেশ ডেস্ক:
সৌদি আরবের নারী সালমা আল সেহাব বসবাস করেন লন্ডনে। তার দুটি সন্তান রয়েছে। কিন্তু সম্প্রতি এই নারী দেশে ফিরে ৩৪ বছরের কারাদণ্ডের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে ভিন্নমতাবলম্বীদের অনুসরণ করেন এবং সামাজিক ও জাতীয় বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
খবর গার্ডিয়ান খবরে বলা হয়, সালমা আল সেহাবের বিরুদ্ধে ইন্টারনেট ব্যবহার করে মানুষের মধ্যে অস্থিরতা ও নাগরিক ও জাতীয় জীবনে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ ‘প্রমাণ’ হয়। প্রাথমিকভাবে এ জন্য তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে গত সোমবার একটি আপিলের ফলে আদালত তার সাজা মেয়াদ ৩৪ বছর করেছে। একই সঙ্গে ৩৪ বছর তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও রয়েছে।