স্বদেশ ডেস্ক:
ভারতের দক্ষিণী ও মুম্বাই চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বহুদিন ধরেই দক্ষিণী ছবিতে অভিনয় করছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে তার জনপ্রিয়তাও। সুন্দর অভিনয় আর ব্যক্তিগত জীবনের নানা বিতর্কের কারণে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। এরই মধ্যে উঠে এসেছে ১০ বছর আগের এক ঘটনা।
আজ থেকে প্রায় ১০ বছর আগে তিরুপতিতে ছবির প্রচারে গিয়ে ঘটেছিল এক অপ্রীতিকর ঘটনা। লোকে লোকারণ্য শপিংমলে হঠাৎই এক ভক্তকে চড় মেরে বসেন সামান্থা। কথাটি শুনে অবাক হলেও এটিই সত্যি। ভারতীয় আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে চড় মেরে পরিস্থিতি সামাল দিলেও এ ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা সইতে হয়েছিল সামান্থাকে।
বর্তমানে তুমুল জনপ্রিয় এ নায়িকার ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। দক্ষিণী ও মুম্বাইয়ে ধাপিয়ে বেড়াচ্ছেন নায়িকা। এই ডিসেম্বরে মুক্তি পাবে তার অভিনীত নতুন ছবি ‘খুশি’।