স্পোর্টস ডেস্ক:
অবশেষে বাতিলই হলো ব্রাজিল-আর্জেন্টিনার স্থগিত হওয়া ম্যাচটি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে মূলত দুদলের কারোরই আর আগ্রহ নেই। কেননা লাতিনে শীর্ষ চার দলই ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ও বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার সঙ্গে মিটেছে ঝামেলা। তাই নতুন করে পণ্ড হয়ে যাওয়া ম্যাচটি আর হবে না।
ফিফা এরপর ওই ঘটনায় দুই দেশের ফুটবল সংস্থাকেই জরিমানা করে। এছাড়া ম্যাচটি ফের খেলতে হবে বলেও জানায়।
কিন্তু আপত্তি তুলে ফিফার আপিল কমিটিতে আবেদন করে দুই দেশ। তবে তাতেও কাজ হয়নি। পরে ক্রীড়ার সর্বোচ্চ আদালতেও গেছে তারা। অগাস্টের শেষে যার রায় হওয়ার কথা ছিল।
কিছুদিন আগেই ব্রাজিল ফুটবলের নিয়ন্তা সংস্থা জানিয়েছিল, খেলোয়াড়দের চোট ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাচটি খেলতে চায় না তারা। তবে ফিফা ম্যাচটি আয়োজনের সিদ্ধান্তে ছিল অনড়। অবশেষে বাতিলই হলো।
বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত হওয়ায় ব্রাজিল ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে খেলবে। অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ ‘সি’থেকে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকোকে পেয়েছে।