রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন

৫ দিনে মধ্যেই ক্লাসগুলো পুনঃবিন্যাস করা হবে : শিক্ষামন্ত্রী

৫ দিনে মধ্যেই ক্লাসগুলো পুনঃবিন্যাস করা হবে : শিক্ষামন্ত্রী

স্বদেশ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা : দীপু মনি বলেছেন, পাঁচ দিনের মধ্যেই ক্লাসগুলোকে এমনভাবে পুনঃবিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়। আর ঘাটতি পুষিয়ে নেয়ার জন্য পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

সোমবার বিকেলে চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বড় একটি চ্যালেঞ্জ আসছে, কাগজ সঙ্কট থাকায় কাগজের দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করছি, আগামী মাস থেকে লোডশেডিং কমে যাবে কিংবা থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো ছাপানোর ক্ষেত্রে। আশা করছি, আমরা সময় মতো বই-পুস্তক দিতে পারবো।

এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, পিবিআই’র পুলিশ সুপার খন্দকার রেজাওনা নুর, নৌ পুলিশ সুপার কামরুজ্জামান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877