স্বদেশ ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সোনা, মদ, ও আমদানি নিষিদ্ধ সিগারেটসহ মিজানুর রহমান নামে এক দুবাইফেরত যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করলে তাকে আটক করা হয়।
ওই যাত্রীর দেহ তল্লাশি করে পাওয়া গেছে ৬টি সোনার বার, স্বর্ণালঙ্কার, বিদেশী মদ ও বেশ কিছু আমদানি নিষিদ্ধ সিগারেট।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।